আওয়ামী লীগ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- আপডেট সময় : ০৭:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ফকিরাপুলে দলীয় সমাবেশে একথা বলেন তিনি। ‘দিল্লি আছে আমরা আছি’–ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতই চেষ্টা হোক, দলীয় সরকারের অধীনে আর কোন জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না।
বিদ্যমান রাজনৈতিক সংকট কাটাতে- নির্দলীয়-নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিকেলে রাজধানীর ফকিরাপুলে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ডলার সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ নানা সংকটের দায়ে সরকার পদত্যাগ না করে, অবৈধভাবে আবারো ক্ষমতায় থাকতে জনবিরোধী পথে হাঁটছে বলে অভিযোগ করেন বক্তারা।
দলের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশ কোন দেশের অঙ্গরাজ্য নয়। ভিন্ন দেশের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে ক্ষমতায় আসতে চাইলে তা জনগণ তা মানবে না।
অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে আরো কঠোর আন্দোলন হবে বলেও জানান তিনি।