আওয়ামী লীগকে জোর করে ক্ষমতায় থাকতে দেয়া হবে না : খন্দকার মোশাররফ
- আপডেট সময় : ০৭:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগকে আর জোর করে ক্ষমতায় থাকতে দেয়া হবে না। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের মানববন্ধনে তিনি এই হুঁসিয়ারী দেন। এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতিসংঘের অধিবেশনে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে, জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সার, বীজ ও কীটনাশকের দাম কমানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের মানববন্ধনে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
নিত্যপণ্যের বাজারে নজরদারি নেই বলে সরকারের সমালোচনা করেন তিনি। এ সময় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান ডক্টর মোশাররফ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে তিনি অভিযোগ করেন, অনিয়ম-দুর্নীতি আড়াল করতে জাতিসংঘে বিএনপি’র বিরুদ্ধে মিথ্যাচার করেছে সরকার।
তিনি আশা করেন, ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের মাধ্যমে, নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে দেশের জনগণ।