আওয়ামী সরকার গণতন্ত্র হত্যা করে দেশে শোকের পরিবেশ সৃষ্টি করেছে : মঈন খান
- আপডেট সময় : ০৬:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বিএনপি লগি বৈঠা নয়, শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চায় বিএনপি। আওয়ামী সরকার গণতন্ত্র হত্যা করে দেশে শোকের পরিবেশ সৃষ্টি করেছে। এদিকে, আন্দোলনের সুফল বিএনপি ঘরে তুলতে পারেনি বলে স্বীকার করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা।
সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য করনীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
আলোচনায় অংশ নিয়ে সরকারের সমালোচনা করেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরীক দলের নেতারা। সরকার পতনে নতুনভাবে আন্দোলনের রূপরেখা তৈরির আহ্বানও জানান তারা।
সভাপতির বক্তব্যে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, যুগপৎ আন্দোলনে শরীক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপি আমলে নয়, আওয়ামী লীগের আমলেই বিরোধীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে।
আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে হত্যা করেছে দাবি করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপিকে প্রতি মুহূর্তে বন্দুকের নলের সামনে সংগ্রাম করতে হচ্ছে।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ভোট বর্জনের আহ্বানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সমর্থন জানালেও আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া এই সরকারের পক্ষে তা সম্ভব নয়।