আওয়ামী লীগ অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাজাকারের তালিকা প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তার অভিযোগ প্রকাশিত রাজাকারের তালিকায় আওয়ামী লীগের চেহারা ফাঁস হয়ে যাওয়ায় তারা এখন নিজেরাই এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয় উপর দায় চাপাচ্ছে । রিজভী বলেন, তালিকা প্রকাশের ঘটনায় জনগণ বিস্মিত নয়। কারণ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে। প্রকাশিত তালিকায় জনগণের সেই আশঙ্কাই সত্যি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।