আওয়ামী লীগ ক্ষমতায় থেকে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সবসময় জনগণের সাথে প্রতারণার রাজনীতি করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় থেকে স্বাধীনতার মূল চেতনাকে এই দলটিই ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি। আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই জিয়াউর রহমানকে অসম্মান করেছে তারা। সকালে ঢাকার শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জড়ো হন দলের শীর্ষ স্থানীয় নেতারা।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বাধীনতার চেতনার নামে জনগণের সাথে প্রতারণা চলছে এমন অভিযোগ তোলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী নয় আওয়ামী লীগের এমন বক্তব্য অসত্য বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় তাদের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে বলেও দাবি তার।
আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করতে ৭১’র মতো আরেকটি বিজয়ের প্রয়োজন বলে মনে করছেন বিএনপির এই শীর্ষ নেতা।