আওয়ামী লীগের কাউন্সিল থেকে গণতন্ত্র ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার ঘোষণা আসবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কাউন্সিল থেকে গণতন্ত্র ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার ঘোষণা আসবে এমটাই প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুপুরে রাজধানীরতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমির খসরু অভিযোগ করেন, জনগণের অধিকার গণতন্ত্রহরণ করে দিনের পর দিন ক্ষমতা দখল করে রেখেছে আওয়ামী লীগ। কাউন্সিল একটি গণতান্ত্রিক বিষয়,গণতন্ত্রহরন করে দলের কাউন্সিল হয় না বলেও জানান তিনি। এসময় মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা প্রকাশ করার পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদরে তালিকা প্রকাশ না করায় সরকারের সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলনে, ক্ষমতায় আসলে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের তালিকা প্রকাশ করবে বিএনপি।