আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতার প্রকাশ্যে গুলি ছোঁড়ার ভিডিও ভাইরাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতার প্রকাশ্যে গুলি ছোঁড়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পিস্তল হাতে গুলি ছোঁড়া ওই নেতার নাম গিয়াস উদ্দিন সুজন। গিয়াস কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য। গেলরাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গা ঢাকা দেয় সে। গত ৩০ আগস্ট চন্দনাইশের হাশিমপুরে একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে শোক সভার আয়োজন করে গিয়াস উদ্দিন। আলোচনা সভা শেষে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় চারজন গুলিবিদ্ধ হয়। পড়ে গেলরাতে পিস্তল উচিয়ে গিয়াস উদ্দিনের গুলি করার ভিডিও ভাইরাল হয়। চন্দনাইশ থানা ওসি জানান, সংঘর্ষের সময় গিয়াস উদ্দিনের ব্যবহার করা অস্ত্রটি অবৈধ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা। গিয়াসকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।