আওয়ামী লীগের লোকজনও জানেনা সরকার কারা চালাচ্ছে: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের লোকজনও জানেন না বর্তমান সরকার কিভাবে চলছে বা কারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি একটি পুলিশী রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, সরকারের দূর্নীতি ও লুটপাটের জন্য জনগণ দূর্ভোগের শিকার হচ্ছেন। তিনি আরো বলেন নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই।
দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, এখানে জনগণের কোন প্রতিনিধিত্ব, রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতৃত্বের কোন মূল্য নেই, সরকার কোনো সিদ্ধান্তের ব্যাপারে আওয়ামী লীগকেও জিজ্ঞাসা করে কি না সে ব্যাপারে ব্যাপক সন্দেহ রয়েছে।