আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের অবস্থানকে যারা তাসের ঘরের মতো মনে করে, তারা বোকার স্বর্গে বাস করেন।
সকালে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স-আইডিইবি’র প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে উল্লেখ করেন ওবায়দুল কাদের । এছাড়া শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে উল্লেখ করে সাবধানতা অবলম্বনের পাশাপাশি সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার আহবান জানান ওবায়দুল কাদের।