আওয়ামী লীগের ২১তম কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা
- আপডেট সময় : ০৮:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ২১তম কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা। প্রায় পঞ্চাশ হাজার ডেলিগেট, কাউন্সিলর ও নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে উঠে সমাবেশ স্থল- সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধ্বংসস্তুপের ওপরে দাঁড়িয়ে দেশকে গড়ে তুলছেন শেখ হাসিনা। আর তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথেই হাঁটছে আওয়ামী লীগ।
কাউন্সিলের উদ্বোধনী সেশন মূলত বিকেল ৩ টা থেকে শুরু হলেও সকাল দশটার মধ্যেই কানায় কানায় ভরে যায় সম্মেলনস্থল- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। ২১তম এ সম্মেলন সারাদেশ থেকে অংশ নেন ১৫ হাজার ডেলিগেট ও কাউন্সিলর। যোগ দেন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা, আমন্ত্রিত হয়ে আসেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধনের পর ২৫ মিনিটের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ে সবার। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই- উৎরাই ও দেশাত্নোবোধের নানা পরিবেশনা উঠে আসে সাংস্কৃতিক মঞ্চ থেকে।
অনুষ্ঠানে অংশ দিতে আসা নেতা- কর্মীরা আগামি দিনে দলকে আরো সুসংহত করার প্রত্যয় জানান। উদ্বোধনী সেশনে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় দলীয় প্রধানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার নির্বাচিত হবে আওয়ামী লীগের নেতৃত্ব। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল দশটা পর্যন্ত মূলতবী করা হয় আওয়ামী লীগের ২১তম কাউন্সিল।