আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।বেলা সাড়ে ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এই রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন কফিল উদ্দিন, জয়নাল আবদীন ও আবদুর রহমান। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন ইয়াছিন আরাফাত রাফি, জুলফিকার আলী, মোক্তার হোসেন, জালাল আহমদ ও খোরশেদ আলম। রায়ের সময়ে আদালতে সাজাপ্রাপ্তদের মধ্যে কফিল উদ্দিন ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন না। জানা যায়, ২০১৪ সালের ২২ মে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়াকে বাড়ী থেকে মুঠোফোনের মাধ্যমে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করা হয়। পরে রাস্তার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।