আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকা। গতরাতে ১শ’ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লির একাধিক এলাকা।
শতাধিক গাছ উপড়ে পড়েছে রাস্তায়। বিধ্বস্ত হয়েছে একাধিক বাড়ি। ঝড়ে প্রাণ গেছে দু’জনের। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা অনেক গাড়ি দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের চাল উড়ে গেছে। স্থানীয় প্রশাসন জানায়, ছোট-বড় মিলিয়ে প্রায় একশ’ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানায়, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়। এর আগে ২০১৮ সালের ১৩ মে ১শ’ কিলোমিটার বেগের ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী।