আগামিকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আগামিকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যেতে পারবেন পর্যটকরা, দেয়া হবে বনজ সম্পদ আহরণের পাস।
দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল থেকে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে যাওয়ার সুযোগ পাচ্ছেন পর্যটকরা।
সুন্দরবনের সব স্পটেই যাওয়া যাবে। একইসঙ্গেই সুন্দরবনে নদী গুলোতে সকল প্রকার মৎস্য ও কাকড়া শিকার এবং বনজ সম্পাদ আহরণের পাস দেয়া হবে বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তা। বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মহসিন জানান, কাল ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হবে।