আগামী কয়েক দশকে বিশ্বে দাবদাহ তিনগুণ বাড়বে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আগামী কয়েক দশকে বিশ্বে দাবদাহ তিনগুণ বাড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিগত কয়েক বছর বিশ্বের বিভিন্ন দেশের গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় এই সতর্কতা দিয়ে সম্প্রতি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আর চলতি বছর ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত শীতপ্রধান অঞ্চলও। ভবিষ্যতে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।গবেষণা প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়বে বিভিন্ন অঞ্চল। গ্রীষ্মপ্রধান দেশে গরমকালের গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকবে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে বিশ্বের কয়েকশ কোটি মানুষ নিয়মিত অত্যন্ত বিপজ্জনক তাপমাত্রার সংস্পর্শে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।