আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা যেমন বাড়বে; তেমনি কমবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা যেমন বাড়বে; তেমনি কমবে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলায় বয়ে চলা শৈত্য প্রবাহ। আবহাওয়ার পূর্বাভাসে এমনই জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। তিনি আরো জানান, আগামী ২ থেকে ৩ জানুয়ারি হাল্কা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তা হলে শীতের তীব্রতা আরো বাড়বে বলেও জানান তিনি।
জ্বলে যখন নগরের এই প্রতিচ্ছবি; আকাশে তখন জ্বলে জ্বলে সূর্য। সূর্যের এই দেখা দেয়া শীতে কাতর নগরবাসীর মাঝে ছড়িয়েছে উষ্ণতা। যার যার মত উপভোগ করছেন সূর্যের উত্তাপ।
তবে আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, সূর্যের কারণে দিনের তাপমাত্রা বাড়লেও কমছে রাতের। কেন সেই ব্যাখ্যাও দেন তিনি।
একই সঙ্গে আগামী কয়েকদিন শীতের তীব্রতা কমবে বলেও জানান তিনি। এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, ৫ ডিগ্রি সেলসিয়াস।