আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলে জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলে জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এদিকে, ইমরান খান বলেছেন, সাম্প্রতিক ভুল থেকে শিক্ষা নেবে তার দল।
মঙ্গলবার এক টুইট বার্তায় দেশটির ইসি জানায়, নির্বাচন কবে হবে সে বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। ভোট আয়োজনে সাংবিধানিক দায়িত্ব পালন করতে আগ্রহী কমিশন। যদিও এর আগে বলা হয়, পদ্ধতিগত ও আইনি চ্যালেঞ্জে তিন মাসে সাধারণ নির্বাচন আয়োজন করতে পারবে না ইসি।
গতকাল লাহোরের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সাম্প্রতিক ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে দলীয় টিকেট দিতে সতর্ক থাকবেন। সত্যিকার অর্থে তেহরিক-ই-ইনসাফের কর্মীরাই আগামী নির্বাচনে গুরুত্ব পাবেন। পার্লামেন্টে তোলা অনাস্থা প্রস্তাব ইস্যুতে বেঈমানদের চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।