আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য
- আপডেট সময় : ০৫:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠকের পর একথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সিইসির সাথে এক বৈঠকে, সংসদ নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির বিষয়েও জানতে চান হাই কমিশনার।
নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন যুক্তরাজ্যের হাইকমিশনার। প্রায় দেড় ঘন্টার বৈঠকে সিইসির কাছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনে সাংবাদিক নীতিমালা ও পর্যবেক্ষকদের বিষয়ে কথা বলেন সারাহ কুক। জবাবে, সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, পর্যবেক্ষক ও গণমাধ্যম যেন নির্বাচনে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য ইসি কাজ করছে। সিইসি জানান, বৈঠকে হাইকমিশনার আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার বিষয়ে তাগিদ দিয়েছেন। বলেছেন, মানুষ যেন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নিশ্চিত করতে পারেন।