আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : জি এম কাদের

- আপডেট সময় : ০৭:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। গাইবান্ধায় পার্টির জেলা সম্মেলনে যোগদানের আগে গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। এজন্য তৃনমূল পর্যায়ে দল গোছানো হচ্ছে।
১১ বছর পর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে গাইবান্ধায়। এ উপলক্ষে সকাল থেকেই ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন নেতাকর্মীরা। দুপুর ১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলন। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, রংপুর সিটি মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামিম হায়দার পাটোয়ারি, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীনসহ অন্যান্যরা।