আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজ। দেশের মাটিতেই নিজেদের হোম সিরিজ খেলতে চায় পাকিস্তান।
স্থানীয় সংবাদ মাধ্যমে পিসিবির এক কর্তা এমনটি জানিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু এই সিরিজ কোথায় হবে সেটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল সেখানে খেলতে যাবে কিনা সেটা নির্ভর করছে বিসিবি’র সিদ্ধান্তের উপর। পাকিস্তানে এরই মধ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৬ দল সফর করেছে। মেয়েরা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে। যুব দল খেলেছে রাওয়ালপিন্ডিতে। দুটি দলের সফরের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পর্যবেক্ষক পাকিস্তান গিয়েছিলো।