আগামী বছর থেকে রাবি’র ভর্তি পরীক্ষা নেয়া হবে বিভাগীয় শহরগুলোতে
- আপডেট সময় : ০৯:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে বিভাগীয় শহরগুলোতে। প্রতি বছরই কয়েক লাখ মানুষের বাড়তি চাপ সামাল দিতে না পেরে নতুন সিদ্ধান্তের দিকেই যাচ্ছে কর্তৃপক্ষ। তবে তারা বলছে, পরীক্ষায় শতভাগ স্বচ্ছতার নিশ্চয়তা পেলেই বিভাগভিত্তিক পরীক্ষার কথা বিবেচনা করা হবে। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
সোমবার শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা। এবছর ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে প্রায় দু’লাখের কাছাকাছি শিক্ষার্থী। এর সাথে যোগ হচ্ছে আরো অন্তত এক লাখ অভিভাবক। সবমিলিয়ে তিন লাখেরও বেশি বাড়তি মানুষের যাতায়াত, থাকা, খাওয়া ও চলাচলের চাপ সামাল দিতে হবে। এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে প্রতি বছরই।
এই সংকট এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও ভর্তি পরীক্ষা একযোগে দেশের বিভাগীয় শহরগুলোতে নেয়ার পক্ষে মত দিয়েছেন অনেক শিক্ষকই ।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নিজস্ব ক্যাম্পাসের বাইরে গিয়ে শতভাগ স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষা নেয়া কঠিন। তবে শিক্ষার্থীদের সুবিধায় আগামী বছর থেকে বিভাগভিত্তিক পরীক্ষা নেয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান উপ-উপাচার্য।
য়
ভর্তি পরীক্ষা চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ বছর মোট ৪ হাজার ৬৪১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৩৮জন শিক্ষার্থী।