আগামী মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে
- আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, নতুন বছরে মন্ত্রিসভা পুনর্বিন্যাস হতে পারে।
দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার পর সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার দলের সভাপতিমণ্ডলীর সভায় দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।
অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মন্ত্রিসভা পুনর্বিন্যাস একটি রুটিন ওয়ার্ক; নতুন বছরে নতুন কিছু হতে পারে।
আওয়ামী লীগের নতুন কমিটিকে বিএনপির স্বাগত জানানোকে ‘গণতন্ত্র চর্চার অংশ’ অভিহিত করে, ওবায়দুল কাদের বলেন, বিএনপি সম্মেলনে উপস্থিত হলে আরো ভালো হতো।