আগামী মাসের মধ্যে আ’লীগ সরকারকে বিদায় নিতে হবে: আসম আবদুর রব
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ১০:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আগামী মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আসম আবদুর রব। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল- অলি আহমেদ বলেন, জনগণ রাস্তায় নেমেছে, সরকারের বিদায় ছাড়া আর ঘরে ফিরবে না। বিকেলে রাজধানীতে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎ কর্মসূচির গণ-মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা।
সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিজয় নগরে গণ মিছিলের আয়োজন করে ১২ দলীয় জোট।
সমাবেশে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনকে ব্যবহার করছে।
একই দাবিতে এফডিসির সামনে গণ মিছিল করে এলডিপি। দলটির সভাপতি অলি আহমেদ বলেন, দেশে রাজনৈতিক অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে চায়, তা কখনো হতে দেয়া হবে না।
মালিবাগে গণমিছিল পূর্ব সমাবেশে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তারা নৌকার পক্ষে ভোট চেয়ে দলীয় বাহিনীতে পরিনত হয়েছে।