আগামী মাসের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করে ভোটারদের আস্থার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি : বরিস জনসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আগামী মাসের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করে ভোটারদের আস্থার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট হচ্ছেই বলে জানান নব নির্বাচিত জয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী ।শুক্রবার এমন ঘোষণা দেন তিনি।ব্রিটেনের মোট ৬৫০টি আসনের আইন প্রণেতা নির্বাচন করতে বৃহস্পতিবার ভোট দিয়েছে ভোটাররা।একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন পড়ে ৩২৬টি আসন। সেখানে কেবল কনজারভেটিভরাই পেয়েছে ৩৬৫টি আসন। আর লেবার ২০৩, স্কটিশ ন্যাশনাল পার্টি ৪৮, লিবারেল ডেমোক্রেটরা ১১ এবং আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি জয়লাভ করেছে ৮টি আসনে।