আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার স্বপ্ন কোন মতে টিকে রইলো ম্যান ইউ’র
- আপডেট সময় : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ-চেলসির হাইভোল্টেজ ম্যাচে জেতেনি কেউই। ১-১ গোলে নিষ্পত্তি হয়েছে ম্যাচ। পিছিয়ে পড়েও রোনালদোর কৃতিত্বে ড্র করে রেডডেভিলরা। এতে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার স্বপ্ন কোন মতে টিকে রইলো ম্যান ইউ’র। টানা ব্যর্থতায় আগেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ধূসর হয়েছে রোনালদোদের।
লিভারপুল, আর্সেনালের কাছে বড় ব্যবধানে হেরে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ধূসর হয়েছে আগেই, এমনকি ইউরোপা লিগের পথটাও কঠিন হয়ে উঠেছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের। বিপরীতে টানা সাত ম্যাচ জয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ফেভারিট ছিলো চেলসি। তাই ব্লুদের সঙ্গে ড্র করেই তৃপ্ত হতেই পারেন রেড ডেভিল বস রাল্ফ রাগনিক।
তবে শুরু থেকে স্বাগতিকদের উপর আধিপত্য ছিলো টুখেল শীষ্যদের। টিমো ভের্নার, কাই হাভাৎজদের একের পর এক আক্রমনে বাধার দেয়াল হয়েছিলেন ম্যান ইউ গোলরক্ষক। তাই প্রথমার্ধে গোল শূন্য থাকতে হয় সফরকারীদের।
ডেড লক ভাঙ্গে ৬০ মিনিটে। মার্কোস অ্যালানসোর ভলিতে লিড পায় চেলসি। তবে খানিক বাদেই শোকে রূপ নেয়ে ব্লুজদের উৎসব। নেমানিয়া মাতিচের বাড়ানো বল থেকে স্কোরশিটে নাম তোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৮ ম্যাচে ১৭ গোলে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার এখন সিআরসেভেন।
দলকে জেতানোরও সুযোগ এসেছিলো রোনালদোর। তবে এদুয়ার্দো মেন্দিকে ফাঁকি দিতে পারেননি পর্তুগীহ সুপার স্টার। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকে ম্যান ইউ-চেলসি।