দেশী-বিদেশী ষড়যন্ত্রে আগামী সংসদ নির্বাচন আ’লীগের জন্য বড় চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি ষড়যন্ত্র ও অপপ্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনাই দেশের উন্নয়নের নেপথ্যে কারণ বলে মন্তব্য করেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, যারা জনগণের অধিকার হরণ করে, তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। দেশে বিদেশে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন প্রশংসিত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্যের নেপথ্যে রয়েছে গণতন্ত্রের ধারবাহিকতা।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র হচ্ছে দাবি করে দলের নেতাকর্মীদের সতর্ক করে দেন আওয়ামী লীগ সভাপতি। সামরিক স্বৈরশাসকদের তৈরী দলের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেন তিনি। দেশের যে কোনো দূর্বিপাকে আওয়ামী লীগ জনগনের পাশে থাকে, মুজিব আদর্শের সৈনিকরা তা প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।