আগামী সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই ব্যালটে ভোট : ইসি সচিব
- আপডেট সময় : ০৭:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলের মতানৈক্য ও অর্থ সংকটের কারণে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। ৩শ’ আসনেই ভোট হবে ব্যালটে।
দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে, এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম। একই সঙ্গে তিনি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কমিশনের ১৭তম সভা।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
স্থানীয় সরকার নির্বাচনে থাকলেও, আলোচিত-সমালোচিত ইভিএম আগামী জাতীয় নির্বাচনে থাকছে না–কমিশনের এমন সিদ্ধান্ত জানান তিনি।
জাতীয় নির্বাচনে ইভিএম না থাকার নেপথ্যের কারণও তুলে ধরেন ইসি সচিব। ইভিএম নিয়ে রাজনৈতিক মতানৈক্য সিটি করপোরেশনেও আছে তাহলে কেন সেখানে হচ্ছে এ প্রশ্নের কোনো উত্তর দেয়নি সচিব মো. জাহাংগীর আলম।