আগামী সংসদ নির্বাচনেও জোর করে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী সংসদ নির্বাচনেও জোর করে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে সরকার। এজন্য এখন থেকেই বিএনপি নেতা-কর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন তিনি। উন্নয়নের নামে সব সেক্টরে সরকার দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন প্রিন্স। ভোটে ক্ষমতায় আসেনি বলে জনগণের প্রতি কোন দায়বন্ধতা নেই বর্তমান সরকারের। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে।