আগামী সপ্তাহে রাজধানীর চার পয়েন্টে বিএনপির পদযাত্রা
- আপডেট সময় : ০৪:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীর চার পয়েন্টে পদযাত্রা কর্মসূচি করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি অভিযোগ করেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সন্ত্রাস ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে সরকার।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার দিনের কর্মসুচি তুলে ধরেন। ১০ দফা দাবি আদায়ের আন্দোলনকে এই কর্মসুচি আরো বেগবান করবে বলে আশা করেন তিনি।
আগামী সপ্তাহে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে চার স্থানে পদযাত্রার নতুন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান, বিএনপি মহাসচিব।
আন্দোলনকে প্রতিহত করতে আদালতসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকার ব্যবহার করছে বলে আবারও অভিযোগ করেন তিনি।
বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, মির্জা ফখরুল।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার দিনের কর্মসুচি তুলে ধরেন। ১০ দফা দাবি আদায়ের আন্দোলনকে এই কর্মসুচি আরো বেগবান করবে বলে আশা করেন তিনি।
আগামী সপ্তাহে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে চার স্থানে পদযাত্রার নতুন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান, বিএনপি মহাসচিব।
আন্দোলনকে প্রতিহত করতে আদালতসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকার ব্যবহার করছে বলে আবারও অভিযোগ করেন তিনি।
বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, মির্জা ফখরুল।