আগামী সপ্তাহের মধ্যেই দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের লক্ষণ শুরু হবে
- আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী সপ্তাহের মধ্যেই দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের লক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাক হোসেন। এ সময় সরকারের পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সমন্বয় জরুরি বলেও জানান তিনি। এদিকে, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই উল্লেখ করে দেশের প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, শুধুমাত্র সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করলেই করোনা সংক্রমণ ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব।
দেশে গেল ৮ মার্চ করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে সাড়ে চার লাখেরও বেশী মানুষ। একইসাথে সারেদেশে মোট মৃতের সংখ্যাও এখন প্রায় সাড়ে ৬ হাজার।
ঋতু পরিবর্তনের ফলে সারাবিশ্বের মতো দেশেও বাড়বে করোনার প্রাদুর্ভাব, এমন আশংকা করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, করোনার বর্তমান পরিস্থিতি চলমান থাকলে মারাত্মক ঝুঁকিতে পড়বে দেশ।
এরইমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায়ও সবধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এটি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার কথা জানান দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পরীক্ষার তুলনায় করোনা ভাইরাস শনাক্তের হার ৫ শতাংশে নামিয়ে আনতে পারলে অনেকটাই সম্ভব হবে করোনার দ্বিতিয় ঢেউয়ের নিয়ন্ত্রণ, এমনই প্রত্যাশা তাদের।