আগামী ১১ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাষষ্ঠি
- আপডেট সময় : ০১:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আগামী ১১ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাষষ্ঠি। এ উৎসবকে সামনে রেখে মেহেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগররা।নেত্রকোনার হিন্দু ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে পুজার আমেজ।জেলার প্রতিটি পুজা মন্ডপে চলছে পুজার প্রস্তুতি। প্রতিমা তৈরীতে দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। সাভারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ।
শিশির ভেজা ঘাস, শিউলি ফুল, নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর শুভ্র কাশ ফুল বলে দেয় এখন শরৎ।শরৎ মানেই শারদীয় উৎসব, আলোর উৎসব, সনাতন ধর্মালম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। ১৫ অক্টোবর শুভবিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
এবার মেহেরপুরে ১৭টি মন্ডপ মিলে জেলার তিন উপজেলায় ৪৩টি পূজামন্ডপে এ আয়োজন। সরকার উৎসবের আনন্দ ঘরে-ঘরে পৌঁছে দিতে অসচ্ছল ধর্মানুরাগীদের আর্থিক সহায়তা করছে বলে জানান পূজা উদযাপনের এই নেতা।
নেত্রকোনার সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এদিকে সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দার মন্ডপে মন্ডপে চলছে প্রতিমার কাজ। ব্যস্ত সময়কাল কারিগরদের।
করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান আয়োজকরা জেলায় এ বছর ৫শ’ ৩২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান নেত্রকোনার পুলিশ কর্মকর্তা।
এদিকে, ঢাকার অদূরে সাভার ও ধামরাইয়ে দুর্গাপূজার জন্য কারিগরদের ব্যস্ত সময় কাটছে প্রতিমা তৈরিতে।এবছর জেলার ৭টি থানা এলাকায় প্রায় ১২শ’ মন্ডপে পূজা হবে। অন্যান্যবারের মতো এবারই শারদীয় দূর্গা পূজার উৎসব পালনে যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে উদযাপিত হবে শারদীয় দূর্গোৎসব-এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের বাসিন্দাদের।