আগামী ১৩ জানুয়ারী চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আগামী ১৩ জানুয়ারী চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়ন সংগ্রহকারী ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেয়া হয়। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে ভুল তথ্য প্রদান করায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এরআগে, হাইমচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আগামী ২২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ উপজেলার ৩১টি কেন্দ্রে ২শ’টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোগ্রগ্রহণ করা হবে।