আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা শুরু হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও জানিয়েছেন, ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল ম্যাচও চলবে। গতকাল এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, সেটা বইমেলায় ঢুকতে হলেও টিকা সনদ ও করোনা টেস্টের সনদ দেখিয়ে ঢুকতে হবে। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। তবে বইমেলা কিভাবে পরিচালিত হবে, তারও একটি বিশেষ নির্দেশনা রয়েছে। সরকারের উদ্দেশ্য হলো- পৃথিবী যেভাবে চলছে, যেভাবে বিধি-নিষেধগুলো দিচ্ছে, বাংলাদেশও তার বাইরে নই। তবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে এবং এই ভালোটা ধরে রাখতে হবে।