আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০৯:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ধানের শীষের এজেন্টদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। আর পরাজয়ের ভয়ে নির্বাচন বর্জনে বিএনপি অজুহাত খুঁজছে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। একই সঙ্গে এ আসনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডে নাগরিক সেবা নিশ্চিতের আশ্বাস দেন তিনি।
ঢাকা ৫ আসনের উপ-নির্বাচনে ভোটারদের সমর্থন আদায়ে দ্বারে দ্বারে ঘুরছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ।
তবে নির্বাচন ঘনিয়ে আসলেও করোনার কারণে এখনো জমে ওঠেনি ঢাকা ৫ আসনের উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা।
মঙ্গলবার সকালে ডেমরায় ৬৬, ৬৭ ও ৬৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। ডেমরার আহমেদ নগরের পথসভায়, নতুন ওয়ার্ডগুলোকে নাগরিক সুবিধার আওতায় আনতে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
বিএনপি’র প্রচারনা হামলা ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের জবার দেন আওয়ামী লীগ প্রার্থী।
বিকেলে ডেমরার ৬৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাও তাঁর।প্রতিপক্ষ নির্বাচনী আচরণবিধি মানছে না অভিযোগ করে নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে ভয়-ভীতি দেখানোর অভিযোগ করে বিএনপি প্রার্থী।বিএনপি ভোট বর্জন করবে-আওযামী লীগ প্রার্থীর এমন মন্তব্যের জবাব দেন সালাহউদ্দিন আহমেদ।