আগামী ১৭ মার্চ শেষ হবে অমর একুশে বইমেলা
- আপডেট সময় : ০৮:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
আগামী ১৭ মার্চ শেষ হবে অমর একুশে বইমেলা। সেই সঙ্গে ওই দিনটিতেই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস। এ উপলক্ষে এবারের বইমেলায় শিশুপ্রহর ও শিশুদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান- সিসিমপুর থাকবে মেলার শেষ দিনটিতে। মেলায় শিশু প্রহর আয়োজন করায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
বাবার কাধেঁ চড়ে শিশুরা মেতে উঠেছে বই মেলার শিশু প্রহরে। কখন আসবে টুকটুকি, হালুম, ইকরি সিসিমপুরের এমন চরিত্রগুলোকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে শিশুরা।
সূর্যের রশ্নিতে শিশু প্রহরে বই পড়ছে শিশু বই প্রেমীরা।গুটি গুটি শব্দের গাথুঁনী দিয়ে কবিতাও আবৃত্তি করে শিশুরা।
বড়দের শূন্য বই মেলা ছিল শিশুদের দখলে। করোনা মহামারীর কারণে শিশুরা উন্মুক্ত নি:শ্বাস নেয়া, বাইরের জগতের আনন্দ কি তা ভুলতেই বসেছিলো। কিন্তু বই মেলার শিশু প্রহর তাদের আক্ষেপটা কিছুটা হএল ঘোছাতে পেরেছে এমনটাই বলছেন অভিভাবকরা।
শেষ সপ্তাহ চল এসেছে বইমেলা। আগামীতেও বই মেলার শিশু প্রহর শিশুদের বাড়তি আনন্দ দিবে এমনটাই প্রত্যাশা অভিভাবকদের।
পিটিসি