আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার উদ্বোধন হবে বইমেলা
- আপডেট সময় : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার উদ্বোধন হবে মাসব্যাপী বইমেলা। তাই কারিগররা ব্যস্ত সময় পার করছেন স্টল বানানোর শেষ মুহূর্তের কাজে। তবে দেশে করোনা সংক্রমণ বাড়লে, মেলা স্থগিত হবার আশংকার কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলা একাডেমিতে বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে, বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় জানান, নাশকতা ঠেকাতে এবারের মেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
হাতুড়ি-পেরেকের দ্রুত ঠোকাঠুকি আর রঙ-তুলির দিনরাত মাখামাখিই বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের মেলা— অমর একুশে গ্রন্থমেলা।
বৃহস্পতিবার থেকে দীর্ঘ এক মাসের এ আয়োজন সফল করতে সব প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে বাংলা একাডেমি। কারিগররা ব্যস্ত সময় পার করছেন স্টল গড়ার শেষ মুহূর্তের কাজে। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে সেই চিত্রই। হাতেগোনা কিছু স্টল নির্মাণের কাজ প্রায় শেষ হলেও করোনার অনিশ্চয়তায় বাকিগুলোর কাজ ৪০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত শেষ হয়েছে।
এবারের একুশে বইমেলায় ৩৩টি প্যাভিলিয়ন এবং ৫৪০টি প্রকাশনা সংস্থা ও প্রতিষ্ঠানকে ৮৩৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে, বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় জানান, বইমেলায় সর্বোচ্চ নিরাপত্তা দিতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কোন বই যাতে মেলায় প্রদর্শিত না হয়, সেদিকেও নজরদারি করা হচ্ছে।
বইমেলা উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে মেলা স্থগিতের আশংকার কথাও জানান তিনি।
এবারো শিশুচত্বর– মেলার সোহরাওয়ার্দী উদ্যানেই থাকবে। তবে করোনার জন্য ‘শিশুপ্রহর’ থাকবে না। এছাড়া করোনার স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি থাকবে। মেলা চলবে রোজার আগ পর্যন্ত।