আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট আসছে ৯ জুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট আসছে। ৯ জুন বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নতুন অর্থবছরের বাজেটটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ৭৫ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের পরিমাণ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা ১০ হাজার কোটি টাকার মতো কমিয়ে ৫ লাখ ৯৩ হাজার ৫শ’ কোটি টাকা নির্ধারণ করা হয়। প্রস্তাবিত নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি থাকতে পারে দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি’র আকার ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এবং কর্মসংস্থান বাড়ানোই হবে আগামী বাজেটের প্রধান চ্যালেঞ্জ।