আগামীকাল খুলনায় বিএনপির গণসমাবেশ, সব প্রস্তুতি শেষ
- আপডেট সময় : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আগামীকাল খুলনায় বিএনপির গণসমাবেশ। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে দলটি। তবে খুলনায় বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিএনপি নেতাদের অভিযোগ- কর্মসূচি বানচাল করতেই সরকারের চাপে পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। বাসের পর বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চ চলাচলও।
মহাসড়কে নসিমন-করিমন বন্ধের দাবিতে ১৮ অক্টোবর হঠাৎ করেই ধর্মঘট ডাকে খুলনা বাস-মালিক-শ্রমিক সমিতি। এই কর্মসূচি নিয়ে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভোর ৬টা থেকে এ পর্যন্ত খুলনা থেকে কোনও বাস গন্তব্যে ছেড়ে যায়নি। দুপুর নাগাদ বন্ধ করে দেয়া হয় লঞ্চ চলাচলও। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও বিএনপি দলীয় নেতাকর্মীরা।
সাতক্ষীরা থেকে ৬টি রুটেও বন্ধ গণপরিবহনের চলাচল। দুর্ভোগ বেড়েছে ওই রুট ব্যবহারকারীদের। অনেক পরীক্ষার্থী পড়েছেন বিপদে। কেউ পায়ে হেঁটে, কেউ ভ্যান বা ইজিবাইকে চড়ে গন্তব্যে পৌঁছান।
বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন মালিক-শ্রমিকরা।
হঠাৎ করে নড়াইল থেকেও খুলনাগামী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায়ে খুলনা গণসমাবেশে যোগ দিতে প্রস্তুতি নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ বানচাল করতেই সরকার কৌশলে যানবাহন বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন নড়াইল জেলা বিএনপি সভাপতি মনিরুল ইসলাম।
শনিবার খুলনা মহানগরে বিএনপির গণসমাবেশ রয়েছে।
এদিকে…খুলনা বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় পরিণত হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু।
সকালে নগরীর দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ২২ অক্টোবরের খুলনা সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
পুলিশের গণগ্রেফতার অভিযানে নগরী থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জনগণকে সমাবেশে না যেতে কঠোর হুমকি দিচ্ছে।
গণপরিবহন বন্ধ থাকায় ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিনা ভাড়ায় যাত্রী বহনকারী রিকশাচালক আমিনুল হককে ব্যাটারিচালিত রিকশা উপহার দিয়েছে বিএনপি।
সকালে নগরীর ব্রাহ্মপল্লীতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশাচালক আমিনুল হকের হাতে ফুল, ফল ও মিষ্টিসহ ব্যাটারিচালিত রিকশার চাবি হস্তান্তর করেন।
এসময় বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন ও ব্যারিস্টার মীর হেলাল, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।