আগামীকাল পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
আগামীকাল চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণকাজ শেষ হওয়ার দেড় বছর পর এই টার্মিনাল উদ্বোধন করা হচ্ছে। একই সঙ্গে বহুল প্রতীক্ষিত বে-টার্মিনালের মাস্টার প্লানেরও অনুমোদন দেবেন তিনি।
সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। সকালে নবনির্মিত এই কন্টেইনার টার্মিনাল পরিদর্শনে এসে একথা বলেন তিনি। চেয়ারম্যান আরো জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দাপ্তরিক কিছু প্রক্রিয়া শেষে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটির অপারেশনের দায়িত্ব নেবে সৌদি আরবের কোম্পানী রেড সি গেটওয়ে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের একটি টার্মিনালে গ্লোবাল অপারেটর কোম্পানী দায়িত্ব পেতে যাচ্ছে। যা বিশ্ব বাজারে চট্টগ্রাম বন্দরের ভাবমুর্তি উজ্জল করবে। এছাড়া বে-টার্মিনালের মাস্টারপ্ল্যান অনুমোদনের মধ্য দিয়ে ডিপিপি তৈরীসহ আনুসাঙ্গিক কাজ শেষ করে আগামী বছরের মাঝামাঝি সময়ে নতুন এই বন্দর তৈরীর কাজ শুরু করার কথা জানান তিনি।