আগামীকাল স্বাধীনতা সড়কের উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কাল ‘স্বাধীনতা সড়ক’ উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী। ভারতের কোলকাতা থেকে নদীয়া হয়ে মেহেরপুরের মুজিবনগর পর্যন্ত সড়ককে ‘স্বাধীনতা সড়ক’ হিসেবে ঘোষণা দিয়েছে দুই দেশ। তড়িঘড়ি করে দ্রুতগতিতে এগিয়ে চলছে এর সংস্কার কাজ। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সড়কটি আরও প্রশস্ত করা হয়েছে।
এই পথ দিয়েই ভারত থেকে দেশের জাতীয় নেতারা বিদেশি সাংবাদিকদের নিয়ে মুজিবনগর পৌঁছে প্রথম সরকার গঠন করেছিলেন। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় মুজিববর্ষের স্বাধীনতা দিবসে ভারতের কলকাতা থেকে মুজিবনগর পর্যন্ত ‘স্বাধীনতা সড়ক’ খুলে দেওয়া হবে। দু’দেশের মধ্যে যাতাযাতের নতুন পথ সৃষ্টি হওয়ায় খুশি সবাই।
স্থানীয় সরকারমন্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী সড়কটি পরিদর্শন করে গেছেন। ‘স্বাধীনতা সড়ক’ নামকরণ হওয়ায় তারাও আনন্দিত।স্বাধীনতা সড়ক হওয়ায় দু’দেশের কাছে মুজিবনগর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করেন, জেলা প্রশাসক।