আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও বিদ্যুৎহীন দুই পৌরসভা
- আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিসের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও বিদ্যুৎহীন দুই পৌরসভা। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ শহরের কাঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ঘটনার পর থেকে নওগাঁ পৌর শহর ও সান্তা পৌর শহর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে তা সুনির্দিষ্ট ভাবে বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগ। নর্দান ইলেক্ট্রেসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো লিমিটেড নওগাঁ কার্যালয় সূত্রে জানায়, ভোর সাড়ে ৫ টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।এদিকে, নওগাঁ নেসকোর কর্মীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া রাজশাহী থেকে নেসকোর একটি বিশেষজ্ঞ দল আসছেন সহায়তা করতে।