আগুনে পুড়ে গেছে সায়হাম কটন মিলের দু’টি গোডাউন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ায় আগুনে পুড়ে গেছে সায়হাম কটন মিলের দু’টি গোডাউন। এখনো নিয়ন্ত্রণে কাজ করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৫ হাজার বেল তুলা পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে সায়হাম কটন মিলের ১নং গোডাউনে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন পাশের ২নং গোডাউনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও চুনারুঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্ঘলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে।