আগুনে সব হারিয়ে নি:স্ব বনানীর কড়াইল বস্তির বাসিন্দারা
- আপডেট সময় : ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
আগুনে সব কিছুই হারিয়ে নি:স্ব রাজধানীর বনানীর কড়াইলের গোডাউন বস্তির বাসিন্দারা। রোববার বিকেলে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। ঈদের আগে বনানীর গোডাউন বস্তিবাসীর স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। চোখের নিমিষেই পুড়ে ধংসস্তুপে পরিণত হয়েছে তাদের শেষ আশ্রয়টুকু। তৃতীয় লিঙ্গের ঘরসহ অর্ধ-শতাধিক ঘর পুড়েছে অগ্নিকান্ডে। সরকারি সহায়তা ছাড়া তাদের কোন গতি নেই বলে জানান অসহায় মানুষগুলো।
ধ্বংসস্তুপের মাঝে খুঁজছেন জীবনের বেচেঁ থাকার অবলম্বন। বলছি বনানীর গোডাউন বস্তির আগুনে ঘর পুড়ে ছাঁই হওয়া পরিবারগুলোর কথা।
অস্বচ্ছল পরিবারগুলোর একটু একটু করে জমানো সঞ্চয় যখন চোখের নিমেষে পুড়ে যায়, তখন সে আগুনের ধোঁয়া চোখে-মুখে বিভিষিকা তৈরি করে।
আগুনে সর্বস্ব হারিয়ে চোখে অশ্রু দিয়েও যেন বোঝাতে পারছেন না বুক ফাঁটা আর্তনাদের কথা।
গোডাউন বস্তিবাসীর অর্ধ-শতাধিক ঘরের সাথে পুড়েছে তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের বসতিও।
ছিন্নমূল এসব মানুষদের সাহায্য-সহযোগিতা ছাড়া কোন অবলম্বন নেই বলে দাবি করেন তারা।