আগের কথার বাস্তবায়ন নেই, নতুন ১০৫ প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী মেয়র প্রার্থীর ইশতেহার
- আপডেট সময় : ০৪:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
আগের দেয়া ৮২ প্রতিশ্রুতি বাস্তবায়নের খবর নেই, আরো নতুন ১০৫টি প্রতিশ্রুতি দিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন। আসন্ন রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। লিটনের ইশতেহারে কোনো চমক বা সুখবর নেই নগরবাসীর জন্য। এ নিয়ে হতাশ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
২০১৮ সালের সিটি নির্বাচনের আগে ইশতেহারে ১৪ দফায় ৮২টি প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তখনও তিনি ইশতেহারের প্রথম দফায় কর্মসংস্থানের কথা বলে ১ লাখ বেকারকে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন। ৫ বছর পর আবারও সিটি নির্বাচনের আগে একই আশা দেখাচ্ছেন লিটন।
নতুন ইশতেহারে ঘুরেফিরে এসেছে পুরোনো সব প্রতিশ্রুতিই। ইশতেহারে সিটি কর্পোরেশনের এখতিয়ার বহির্ভূত কাজ করার প্রতিশ্রুতিও রয়েছে বলে স্বীকার করেন তিনি।
তবে রাজশাহীতে বন্ধ কল-কারখানা চালু না হওয়া ও পাইপ লাইনে বাণিজ্যিক গ্যাস সংযোগ না পাওয়ায় লিটনের ইশতেহার বাস্তবায়নে মূল বাধা বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।
এদিকে, নির্বাচিত হলে নগর ভবনকে দুর্নীতিমুক্ত রাখার কথাও দিলেন না ক্ষমতাসীন দলের মেয়রপ্রার্থী। এ নিয়ে হতাশ নাগরিক সমাজের প্রতিনিধিরাও।
আগামী ২১জুন সিটি নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে প্রচার প্রচারণা।