আগের চেয়ে ১-২ টাকা বেশী দামে বিক্রি হচ্ছে সব ধরণের চাল
- আপডেট সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বেসরকারি পর্যায়ে আমদানি করা চাল বাজারজাত করা হলেও আগের চেয়ে ১-২ টাকা বেশী দামে বিক্রি হচ্ছে সব ধরণের চাল। দাম উর্ধ্বমুখীর জন্য আমদানি কারকদের কারসাজি বলে অভিযোগ ব্যবসায়ীদের । এ দিকে খোলা সয়াবিন পাইকারি বাজারে ১৩০ টাকা লিটার হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায় । ক্রেতা বেশী তাই দফায় দফায় বাড়ছে মাংসের দাম । কাচাঁ সবজির সরবরাহ এবং দাম কম হলেও ঘনকুয়াশার দোহায় দিয়ে সব ধরণের মাছ কেজিতে ৫০ থেকে ৭০ টাকা বাড়িয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা ।
শীতের সবজির ঘাটতি না থাকায় নাগালের মধ্যেই আছে সব ধরণের সবজির দাম। নতুন আলুসহ সব ধরণের কাচাঁ সবজি ২০ টাকা কেজি দরেই পাওয়া যাচ্ছে। বেসরকারি পর্যায়ে আমদানি করা চাল বাজারজাত করা হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরণের চাল । আমদানিকারকদের দায়ী করছেন ব্যবসায়ীরা।
সরবরাহ বেশি থাকায় দাম কমেছে ইলিশ মাছের, আর ঘন কুয়াশার অজুহাতে সব ধরণের মাছের কেজিতে, বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। বিক্রি বেশী তাই বেড়েছে মাংসের দাম, গরুর মাংস ৫৮০, খাসির মাংস সাড়ে ৮ থেকে ৯শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রকার ভেদে বেড়েছে মুরগীর দামও। আটা ও চিনি কেজিতে বেড়েছে ১০ টাকা, পাইকারি বাজারে ১৩০ টাকা লিটারের সয়াবিন তেল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায় । সপ্তাহ ব্যবধানে দফায়-দফায় বেশী ভাগ খাদ্যপণ্যের দাম বাড়ায় নিয়িমত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।