আজ চালু হতে যাচ্ছে শিমুলিয়া -বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে স্পিডবোট চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আজ চালু হতে যাচ্ছে শিমুলিয়া -বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে স্পিডবোট চলাচল। প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পরে অবশেষে চালু হচ্ছে এ নৌ-রুটের স্পিড বোট।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান, কয়েক সপ্তাহ আগেই শিমুলিয়া বাংলাবাজার এবং মাঝিকান্দি নৌরুটে স্পিডবোট চলাচলের জন্য দেড় শতাধিক এর উপর রেজিস্ট্রেশন সনদ সার্ভে সনদ এবং স্পিডবোট চলাচলের ড্রাইভারদের সনদ রুট পারমিট পেয়েছি শুধু সেই স্পিডবোট গুলা দুপুর বেলার পর থেকে এই রুটে চলাচল করবে। এছাড়া, শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ৪৭ দিন বন্ধ থাকার পর চারটি ফেরি দিয়ে স্বল্প পরিসরে ফেরি চলাচল করছে। এই নৌরুটে ফেরিতে করে মাইক্রোবাস প্রাইভেটকার ও এম্বুলেন্স জিপ গাড়ি পারাপার হতে পারবে।