আজ চৈত্র সংক্রান্তি, বিদায় ১৪২৭
- আপডেট সময় : ০১:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আজ চৈত্রসংক্রান্তি। চৈত্রের শেষ দিন। বাংলাবর্ষ ১৪২৭ বিদায় নেবে, আসবে ১৪২৮’এর বৈশাখ। কাল শুরু নতুন বছর। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে বছরের শেষ দিনে পুরাতনকে বিদায় ও নতুন বছর বরণকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসব।
তবে করোনার সংক্রমণ ঠেকাতে পহেলা বৈশাখসহ সব ধরনের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সারাদেশে ১৪ই এপ্রিল থেকে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে চৈত্র সংক্রান্তি উপলক্ষে কোনও আনুষ্ঠানিকতা থাকছে না। নতুন বছরকে বরণ করে নেয়ার আয়োজন এ বছরও হচ্ছে না। নববর্ষকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেয়া হবে। অনুষ্ঠানটি সাজানো হয়েছে মানুষের মঙ্গল কামনা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উজ্জীবনী গান, বাণী ও কথন দিয়ে।