আজ টি-টুয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে
- আপডেট সময় : ০২:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আজ টি-টুয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। হারারের স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ।
তরুণ দল নিয়ে প্রমাণের অপেক্ষায় বাংলাদেশ। সুযোগ কাজে লাগানোর বিষয়ে আত্মবিশ্বাসী সোহানের দল। দু’ভাগে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ। সময় কম হওয়ায় খুব একটা বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা। ম্যাচের আগে মাত্র দু’দিন অনুশীলন করার সুযোগ মেলে ডোমিঙ্গো শিষ্যদের। অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। ১৬ ম্যাচে ১১ জয়ে এগিয়ে টাইগাররা। এদিকে, সিরিজ সামনে রেখে ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই পেসার- মুজারাবানি আর টেন্ডাই চাতারা। সম্প্রতি টি-টুয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করায় বেশ ফুরফুরে মেজাজে আছে জিম্বাবুয়ে।
এদিকে, পাচঁ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রানের বড় জয় পেয়েছে রোহিত শর্মার দল।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ভারত। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল সংগ্রহ পায় তারা।সর্বোচ্চ ৬৪ রান আসে রোহিত শর্মার ব্যাট থেকে। কার্তিক ৪১ ও সূর্যকুমার যাদব করেন ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে কখনোই জয়ের পথে ছিলো না ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী বোলাদের তোপের মুখে পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১২২ রান তুলে ক্যারিবীয়রা। সর্বোচ্চ ২০ রান করেন শামার ব্রুকস। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং, রবিচন্দ্র অশ্বিন ও রবি বিষ্ণয়। ম্যাচ সেরা হন দীনেশ কার্তিক। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সোমবার মুখোমুখি হবে ভারত ওয়েস্ট উন্ডিজ।