আজ থেকে ঢাকায় হাফ পাসে চলাচল করছেন শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আজ থেকে ঢাকায় হাফ পাসে চলাচল করছেন শিক্ষার্থীরা। সঙ্গে রাখতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি। কিন্তু শুধু ঢাকার শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত নেয়ায় নারাজ আন্দোলনকারীরা। তারা বলছেন, দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে।
বাকি ৮ দফা দাবি না মানা পর্যন্ত তাঁরা রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। চলবে আন্দোলন। সকাল থেকে রামপুরা, শান্তিনগর মোড় এবং যাত্রাবাড়ী মোড়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দিতে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। শিক্ষার্থীদের টানা ১৩ দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। জানানো হয়, ছুটির দিনে এই সুবিধা পাবেন না ছাত্রছাত্রীরা। অন্যদিকে এই সিদ্ধান্ত শুধু রাজধানীর জন্য প্রযোজ্য।