আজ থেকে লঞ্চে বাড়তে পারে যাত্রীর চাপ
- আপডেট সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বাস-ট্রেনের দুর্ভোগ এড়াতে নৌ-পথই বেছে নিয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষেরা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে সড়কে অতিরিক্ত চাপ বৃদ্ধির আগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন অনেকেই। লঞ্চ মালিকরা বলছেন, আজ থেকে লঞ্চে বাড়তে পারে যাত্রীর চাপ
করোনা মহামারির কারণে গত দু’বছর গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারেনি অনেকে। এবার প্রিয় মানুষদের সঙ্গে ঈদ উদযাপন করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বাস-ট্রেনের পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় বাড়ছে।
দুই অথবা তিন মে ঈদের সম্ভাব্য দিন ধরে ৩১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। এর আগে শুক্র ও শনিবার রয়েছে সপ্তাহিক ছুটি। এই দিনগুলোতে উপচে পড়া ভিড় এড়াতে আগে থেকে পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে।
লঞ্চ কর্তৃপক্ষ বলছেন, বাড়ি ফেরা মানুষের কোনো ভোগান্তি ঠেকাতে সব ধরণের ব্যবস্থা রাখছেন তারা।
শুক্রবার থেকে যাত্রীদের অতিরিক্ত চাপ বাড়বেও বলে মনে করেন তারা।