আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিমানের জাপান ফ্লাইট
- আপডেট সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিমানের জাপান ফ্লাইট। রাত পৌনে ১২টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে উদ্বোধনী
ফ্লাইট। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জাপান ফ্লাইটের উদ্বোধন করবেন।
বাংলাদেশ বিমানের এমডি ও সিইও শফিউল আজিম বলেন, এতদিন অন্য দেশ ঘুরে জাপানে যেতে হতো। এখন থেকে প্রতিবেশী দেশের যাত্রীরাও স্বল্প সময়ে ঢাকা হয়ে জাপান যেতে পারবেন। রাতে যে ফ্লাইটটি যাবে সেটি নারিতায় পৌঁছাবে স্থানীয় সময় কাল সকাল ৯টা ১৫ মিনিটে। উদ্বোধনী ফ্লাইটের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। যদিও উদ্বোধনী ফ্লাইটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা, বিমানের স্টাফ ও বিভিন্ন মিডিয়ার কমপক্ষে ৭৯ জন যাত্রীও আছেন। ক্রমাগত লোকসানের কারণে ২০০৬ সালে এই গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। ১৭ বছর পর আবার সেই গন্তব্যে ফ্লাইট শুরু হচ্ছে।